নারায়ণগঞ্জ জেলার প্রবীণ রাজনীতিবিদ ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রোকনউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ১ ডিসেম্বর(মঙ্গলবার) ভোর ৫টায় চাষাড়া বালুর মাঠস্থ নিজ বাসায় তার মৃত্যু হয় বলে জানা যায়।
রোকনউদ্দিন আহমেদ নারায়ণগঞ্জ জেলার তুখর রাজনীতিবিদ ছিলেন। তিনি সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। জেলার প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকার ছায়া নেমে এসেছে।”