নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি, নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি ও শীতলক্ষার সিনিয়র স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম জীবনের মা হাজি রহিমা বেগম আর নেই (ইন্নালিল্লাহে ওয়া…….. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়ছিল ৭৪ বছর।
তিনি রাত সোয়া ৯টায় হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের পক্ষ থেকে তাকে দ্রুত ঢাকার বারডেমে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তিনি ৩ ছেলের মধ্যে ২ ছেলে ও নাতি নাতনি রেখে গেছেন।
তার জীবদ্দশায় ১ ছেলে মারা যায়। সাংবাদিক রফিকুল ইসলাম জীবনের মায়ের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাব,জেলা সাংবাদিক ইউনিয়ন, সোজা সাপটা, শীতলক্ষা, নারায়ণগঞ্জ টাইমস অনলাইন পোর্টাল, নিউজ নারায়ণগঞ্জ ডট নেট এ কর্মরত সংবাদ কর্মীরা শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।