নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুবাই প্লাজার ৫ম তলায় অবস্থিত রয়েল রেষ্টুরেন্টে নামের একটি রেস্টুরেন্টে গ্যাসের সিলেন্ডার বিষ্ফোরণ ঘটে। এতে হোটেলের ৩ কর্মচারী দগ্ধ হয়েছে। এদের মধ্যে ফরিদ নামের একজনের অবস্থা আশংকা জনক।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ শাহজাহান জানান, কর্মচারীরা অসাবধানতা বশত তিতাস গ্যাসের সুইচ খোলা রেখেই জুমার নামাজে চলে যায়। এর মধ্যে সাড়া ক্েক্ষ গ্যাস ছড়িয়ে থাকে। তারা নামাজ শেষে এসে চুলায় আগুন দেয়া মাত্রই সাড়া কক্ষে আগুন ধরে যায় এবং সেই সঙ্গে কক্ষে রক্ষিত আরো একটি এলপি গ্যাসের সিলেন্ডার বিষ্ফোরিত হয়। এ সময় কক্ষটির দরজা জানালা ও আসবাব পুড়ে ক্ষতিগ্রস্থ হয় এবং ৩ জন দগ্ধ হয়।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোঃ শরিফ হোসেন জানান, বিকেল সোয়া ৩টায় রাসেল (১৮), ফরিদ (৪৪) এবং সামসুলহক (২১) নামে ৩ দগ্ধকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে এদের ঢাকায় প্রেরণ করা হয়। এদের মধ্যে ফরিদের অবস্থা আশংকা জনক।
viagra no prescription australia viagra no prescription overnight watch viagra at work