বিদায় দিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। সোমবার (৪ জানুয়ারি) বেলা সোয়া ১১ টায় শেষ অফিস করে তিনি নারায়ণগঞ্জ থেকে বিদায় নেন। যাবার বেলায়ও তিনি বলে গেলেন ভালো থেকে নারায়ণগবাসী।
একই সময়ে নারায়ণগঞ্জে নব নিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ বিপ্লব দায়িত্ব গ্রহণ করেন।
২০১৯ সালের ২৪ জুন থেকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মো. জসিম উদ্দিন। যোগদান করার পর শ্রদ্ধা-ভালোবাসা দিয়ে তিনি সকলের হৃদয়ে ঠাঁই করে নেন।
২০২০ সালের ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান সদ্য বদলী হওয়া জসিম উদ্দিনকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব পদে নিযুক্ত করেছেন।
অপর দিকে দীর্ঘ দিন বরগুনার দায়িত্ব পালন শেষে নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নতুন দায়িত্ব বুঝে নিলেন মোস্তাইন বিল্লাহ বিপ্লব। তিনি মাগুরার শ্রীপুরের কৃতি সন্তান। মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, শ্রীপুর বাহিনীর উপ অধিনায়ক মোল্লা নবুয়ত আলীর বড় ছেলে এবং শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম এর বড় ভাই মোস্তাইন বিল্লাহ।”