বন্দর প্রতিনিধি: বন্দর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য (প্যানেল চেয়ারম্যন) এবং বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. শাহাবুদ্দিন ইন্তেকাল করেছেন।
১৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুকালে শাহাবুদ্দিন ৩ ছেলে ও স্ত্রীকে রেখে গেছেন।
শুক্রবার সকালে বন্দর চৌধুরীবাড়ি এলাকার ঈদগাহ মাঠে জানাযা শেষে চৌধুরীবাড়ি কবরস্থানে শাহাবুদ্দিনকে দাফন করা হয়।
জানাযায় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ রশিদ, বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুক্লা সরকার, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর, বন্দর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল কবির, মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম, বন্দর ইউনিয়ন যুবলীগ নেতা বিপ্লব সরকার, আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা জালুসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।