প্রসব ব্যথায় রাস্তার পাশে বসে কাঁদছে পাগলী। পাশ দিয়ে হেটে যাচ্ছে শত শত মানুষ। নেই কোন ভ্রুক্ষেপ। তবে, ছুটে আসে একজন। কিন্তু সহযোগীতা করবে কি ভাবে? একেতো নিজে পুরুষ তাঁর উপর নারীটি পাগলী।
এরই মধ্যে প্রসব করে ফুটফুটে ছেলে। বুদ্ধি করে ফোন দেনন জরুরী সেবা ৯৯৯ এ। পুলিশ এসে সাথে সাথে মা ও সন্তানকে হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির অদূরে গোলাকান্দাইল এলাকায় ১৬ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় এমনি হৃদয় বিতারক ঘটনাটি ঘটে। আর পুলিশ দেখান তাদের উদারতা।
ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, মানসিক ভারসাম্যহীন এক নারী রাস্তার পাশেই সন্তান প্রসব করেছেন আমরা জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন।
পরে তাৎক্ষণিক মা ও সন্তানকে পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করি। প্রাথমিক ভাবে জানতে পারি ওই নারীর নাম হাসিনা বয়স আনুমানিক চল্লিশের কাছাকাছি। তার পরিবার বা নিকট আত্মীয় কারো সন্ধানও পাওয়া যায়নি। পাওয়া যায়নি বাচ্চার বাবার পরিচয়ও। বর্তমানে মা ও ছেলে উভয়ই সুস্থ আছেন।
সমাজসেবা অধিদপ্তরের লোকজনের সাথে কথা হয়েছে। তারা মা ও সন্তানের দায়িত্ব নেবেন।