সবার দোয়া ও সহযোগীতা চেয়েছেন নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ। সোমবার সকালে দায়িত্ব গ্রহনের পর দুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেয়া ক্ষুদ্র এক স্ট্যাটাসে তিনি এ দোয়া ও সহযোগীতা চান।
ফেসবুক স্ট্যাটাসে মোস্তাইন বিল্লাহ লিখেছেন, “ নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করলাম। সবার দোয়া ও সহযোগীতা চাই।”
এর আগে সোমবার সকালে বিদায়ী জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব গ্রহন করেন মোস্তাইন বিল্লাহ। মুস্তাইন বিল্লাহ ২১তম বিসিএস ক্যাডার।
এসময় বিদায়ী ও নবাগত জেলা প্রশাসকদ্বয় একে অপরের সাথে কুশল বিনিময় করেন। একইসময়ে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা মো. জসিম উদ্দিনকে বিদায় ও মোস্তাইন বিল্লাহকে স্বাগত জানান।
উল্লেখ, গত ১৭ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহনের আদেশ দেয়া হয়।