প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩ প্রতিবন্ধীকে সহায়ক উপকরণ দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে নগরভবনে এসব উপকরণ বিতরণ করেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাসিকের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, প্রধান সমাজ কল্যান ও বস্তি উন্নয়ন কর্মকর্তা কেএম ফরিদুল মিরাজ, প্রকল্পের নগর ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান, আর্থ সামাজিক উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন।
কেএম ফরিদুল মিরাজ জানান, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়। তেত্রিশ জন প্রতিবন্ধীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। তাদের মাঝে হুইল চেয়ার, সাদা ছড়ি, হিয়ারিং মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়া তিনজনের চোখের ছানি অপারেশনের ব্যবস্থাও করা হয়েছে।